ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় শনিবার (১৮ অক্টোবর) চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৬৯ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান আজ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
স্থানীয় সময় শনিবার সকাল ৯টা ২৪ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
সূচক অনুযায়ী, বায়ুদূষণের শীর্ষে আজ পাকিস্তানের লাহোর, এর স্কোর ২৬৭। এর পর ২৩৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। তৃতীয় অবস্থানে রয়েছে উজবেকিস্তানের তাসখন্দ, এর স্কোর ১৮৮। এর পরই রয়েছে ঢাকার অবস্থান। ১৬৯ স্কোর নিয়ে শহরটি আজ তালিকায় চতুর্থ স্থানে রয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তালিকার পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে ভারতের আরেক শহর কলকাতা ও আফগানিস্তানের কাবুল, স্কোর যথাক্রমে ১৬৭ ও ১৬০। এ ছাড়া ১৫৪ স্কোর নিয়ে তালিকার সপ্তম স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
আমাদের সময়/এএস