গ্রেপ্তার হননি ধর্ষকেরা, ২৪ ঘণ্টার আলটিমেটাম এনসিপির

সাভার প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২৫, ০৯:২৩
শেয়ার :
গ্রেপ্তার হননি ধর্ষকেরা, ২৪ ঘণ্টার আলটিমেটাম এনসিপির

সাভারের খ্রিষ্টান পাড়ায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)’র এক শিক্ষার্থী গণধর্ষণের শিকার হবার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয়রা।

ঘটনার তিনদিনেও গ্রেপ্তার হননি জড়িতদের কেউ। অন্যদিকে গণধর্ষণের ঘটনায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন ওই শিক্ষার্থী।

শনিবার (১৮ অক্টোবর) সকালে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর গ্রামে বিক্ষোভ করেন এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা। 

এতে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক তৌহিদুল ইসলাম তুহিন, সাভার উপজেলার এনসিপির প্রধান সমন্বয়কারী জুলকারনাইন , যুগ্ম সমন্বয়কারী তাইবুর রহমান, জুলাই রেভুলোশনারি এলাইন্সের ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক মো. তামিম।

জানা গেছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে সাভার মডেল থানা ঘেরাও করার কর্মসূচি দেন নেতারা।

প্রসঙ্গত, বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর গোয়ালপাড়া এলাকায় এই গণধর্ষণের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভুক্তভোগী ওই শিক্ষার্থী রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তার পথরোধ করেন মাদকাসক্ত সোহেল রোজারিও, বিপ্লব রোজারিও এবং মিঠু রোজারিও। পরে মেয়েটিকে গোয়ালপাড়া এলাকার একটি জঙ্গলে নিয়ে তারা তিনজন ধর্ষণ করেন।

এদিকে সম্মানহানির কথা ভেবে প্রথমে ভুক্তভোগী নারী ধর্ষণের কথা কাউকে জানাননি। পরে স্থানীয়দের মধ্যে জানাজানি হলে তিনি পরিবারের সদস্যদের বিষয়টি জানান এবং সাভার মডেল থানায় মামলা করেন।

উল্লেখ্য, এ ঘটনার পর থেকে পরিবারের সদস্যসহ পলাতক রয়েছেন ধর্ষকরা।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা জানান, ভুক্তভোগী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। অভিযুক্তরা সপরিবারে পালিয়েছে । তাদের আটকের চেষ্টা চলছে।

মাদকাসক্ত তিন খ্রিস্টান যুবক কর্তৃক ওই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বিনষ্ট না হয় সে ব্যাপারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আমাদের সময়/আরআর