আসামি ছিনতাই মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুরে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই মামলার আসামি সন্ত্রাসী মো. শরিফ হাসানকে (৩২) বিদেশী পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ।
শুক্রবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, শরিফ উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের মো. মাইজুদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে নান্দিয়া সাঙ্গুন গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।
আমাদের সময়/আরআর