রাজকীয় উপাধি ত্যাগ করলেন প্রিন্স অ্যান্ড্রু
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ভাই প্রিন্স অ্যান্ড্রু তার সব রাজকীয় উপাধি ত্যাগ করছেন। এমনকি ডিউক অব ইয়র্ক উপাধিটিও ছেড়ে দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, রাজা চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে এক বৈঠকের পর অ্যান্ড্রু এই সিদ্ধান্ত নেন। তার সাবেক স্ত্রী সারা, ডাচেস অব ইয়র্ক–ও নিজের উপাধি ত্যাগ করে ‘সারা ফার্গুসন’ নামে পরিচিত হবেন বলে জানা গেছে। নতুন করে জেফ্রি এপস্টিন কেলেঙ্কারিতে নাম জড়ানো এবং রাজপ্রাসাদের কর্মকর্তাদের তীব্র চাপের পর এ সিদ্ধান্ত আসছে।
অ্যান্ড্রু রাজপরিবারে জন্ম নেওয়ায় প্রিন্স উপাধিটি রাখবেন, তবে তিনি আর অর্ডার অব দ্য গার্টার–এর সদস্য থাকবেন না। এই সিদ্ধান্তের ফলে রাজপরিবারের আনুষ্ঠানিক কর্মকাণ্ড থেকে সরে যাচ্ছেন তিনি।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এর আগেই ২০২২ সালে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ অ্যান্ড্রুর সামরিক পদবিগুলো বাতিল করেছিলেন। সে সময় তিনি যুক্তরাষ্ট্রে ভার্জিনিয়া জিউফ্রের করা যৌন নির্যাতনের দেওয়ানি মামলার মুখোমুখি ছিলেন, যা পরবর্তীতে মিলিয়ন পাউন্ডে মীমাংসা করা হয়।
আমাদের সময়/এমএইচ
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস