ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব শুরু হচ্ছে আজ
বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনব্যাপী স্মরণোৎসব আজ শুক্রবার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে শুরু হচ্ছে। এ বছরই প্রথম রাষ্ট্রীয়ভাবে আয়োজন করা হচ্ছে লালন স্মরণোৎসব।
এ বছর সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমি ১৭ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী লালন উৎসবের আয়োজন করেছে। রাষ্ট্রীয়ভাবে লালন উৎসব আয়োজন করায় খুশি লালনের ভক্ত ও অনুসারীরা। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আজ শুক্রবার সন্ধ্যায় এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
জানা যায়, ১২৯৭ বঙ্গাব্দের ১ কার্তিক উপমহাদেশের আধ্যাত্মিক সাধক পুরুষ বাউল সম্রাট ফকির লালন শাহের মৃত্যুর পর প্রথমে তার অনুসারীরা লালন স্মরণে উৎসব পালন করতেন। পরে লালন একাডেমি ও কুষ্টিয়া জেলা প্রশাসন যৌথভাবে প্রতি বছর এ উৎসব পালন করে আসছে।
কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, প্রতিদিনই রাতে আখড়াবাড়ির মূলমঞ্চে আলোচনাসভার পাশাপাশি অ্যাকাডেমির শিল্পী ও দেশবরেণ্য লালনশিল্পীরা লালন ফকিরের আধ্যাত্মিক গান পরিবেশন করবেন। এ উৎসবকে নির্বিঘ্ন্ন করতে সিসি টিভি, ওয়াচ টাওয়ারসহ কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মরমি সাধক লালনের জীবনকর্ম, জাতহীন মানব দর্শন, অসাম্প্রদায়িক চিন্তা-চেতনার আদর্শিক বিষয় নিয়েই চলে আসছে প্রতি বছর এ উৎসব। ধর্ম-বর্ণ জাত-পাত ও সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে লালনের দর্শন নিয়ে অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ গড়ার আহ্বান সাধু বাউলদের। আগামী ১৯ অক্টোবর রবিবার রাতে এ বছরের মতো লালন উৎসব শেষ হবে।
আরও পড়ুন:
ছায়ানটের বার্ষিক লোকসংগীত আসর
আরও পড়ুন:
বরিশালে ৯ ছাগলের সাজা মওকুফ