কুড়িগ্রাম সীমান্তে নারী-শিশুসহ ১১ রোহিঙ্গা আটক

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২৫, ২০:৪৪
শেয়ার :
কুড়িগ্রাম সীমান্তে নারী-শিশুসহ ১১ রোহিঙ্গা আটক

ভারত থেকে বাংলাদেশ অনুপ্রবেশের অভিযোগে ১১ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি: আমাদের সময়

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশ অনুপ্রবেশের অভিযোগে ১১ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের মধ্যে পাঁচজন পুরুষ, চার শিশু ও দুইজন নারী রয়েছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সীমান্ত পিলার ১০১১ থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার আমতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের সোনাহাট বিওপির একটি টহলদল।

আটকরা হলেন ইসমাইল আজাদ (৪৮), তার স্ত্রী আছিয়া বেগম (৩৮), তাদের চার সন্তান আনাস (১৫), রিমা (৯), আনিস (৭), শাফা (৬), এবং নুর আলম (২৪), তার স্ত্রী কালিমা (২১), ছেলে আব্দুল্লাহ (১৮), নূর (১৫), জাহিদা (৩)।

আটক ব্যক্তিরা জানান, তারা কয়েক বছর আগে মিয়ানমার থেকে কক্সবাজারে আসে। সেখান থেকে ভারতে পাড়ি জমায়। দালালদের মাধ্যমে অবৈধভাবে গিয়েছিলেন তারা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের কাঁটাতার পার করে দিয়েছে। কিন্তু দেশে আসার পর বিজিবির হাতে আটক হয়েছেন তারা। 

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, আটক ১১ জনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। তাদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তথ্য পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের সময়/আরডি