জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে না আসাটা ডিস্টার্বের অংশ
শেষ মুহূর্তে স্বাক্ষর অনুষ্ঠানে কারও না আসাটা ডিস্টার্বের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও কয়েকটি রাজনৈতিক দলের অংশ না নেওয়ার বিষয়ে এ কথা বলেন মির্জা আব্বাস।
তিনি বলেন, ‘আমরা আশা করছি গণতান্ত্রিক উত্তরণের পথে আজ একটা বড় অগ্রগতি হবে। কিছু কিছু দল ডিস্টার্ব করছে, আজকের অনুষ্ঠানে আসছে না। তারা সবসময়ই ডিস্টার্ব করবে। আমরা লক্ষ্য রাখছি।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
মির্জা আব্বাস বলেন, ‘সব দলের সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে সনদ তৈরি হয়েছে। শেষ মুহূর্তে স্বাক্ষর অনুষ্ঠানে কারও না আসাটা ডিস্টার্বের অংশ।’
আমাদের সময়/জেএইচ/এআই
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?