ফের কপিল শর্মার ক্যাফেতে সন্ত্রাসী হামলা
ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মা মাস চারেক আগে কানাডার একটি শহরে ক্যাফে ব্যবসা শুরু করেছেন। কৌতুক দিয়ে ক্যারিয়ারে সফলতা পেলেও ব্যবসায় নাম লিখিয়ে একের পর এক বাঁধার মুখে পড়ছেন তিনি। গত চার মাসের মধ্যে তৃতীয়বারের মতো গুলি চালানো হয়েছে কপিলের ‘ক্যাপস ক্যাফে’ তে।
লরেন্স বিষ্ণোই গ্যাং হামলার একটি ভিডিও শেয়ার করেছে, গাড়ির ভেতর থেকে তোলা ভিডিও তে দেখা যায়, একজন ব্যক্তি জানালা দিয়ে তার হাত বের করে একটি হ্যান্ডগান থেকে একাধিক গুলি চালাচ্ছেন। কমপক্ষে তিন রাউন্ড গুলি চালানো হয়েছে ক্যাফেতে। তবে ঘটনায় কেউ আহত হয়নি।
হামলার দায় স্বীকার করে বিষ্ণোই গ্যাং-এর ধিলন এবং সিধুর এক পোস্টে বলেন, ‘আমি কুলদীপ সিধু এবং গোল্ডি ধিলন (ক্যাপস ক্যাফেতে) সংঘটিত তিনটি গুলিবর্ষণের দায় স্বীকার করছি। তবে সাধারণ জনগণের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। যাদের সাথে আমাদের বিরোধ আছে তাদের থেকে দূরে থাকা উচিত। যারা অবৈধ কাজে লিপ্ত এবং মানুষকে বেতন দেয় না তাদেরও সতর্ক থাকা উচিত।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
কপিল শর্মার ক্যাফেতে প্রথম আক্রমণটি ঘটে ৯ জুলাই। দ্বিতীয় আক্রমণটি ছিল ৮ অগাস্ট। তৃতীয় হামলা চালানো হয়েছে গত ১৫ অক্টোবর।
আমাদের সময়/কেইউ
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট