খাল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২৫, ১৬:২৩
শেয়ার :
খাল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

বাগেরহাটের মোংলায় খাল থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে পৌর শাহজালাল পাড়া (মনপুরা) ব্রীজ সংলগ্ন খাল থেকে কন্যা শিশুর মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মনপুরা খালে নবজাতকের মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা দুপুর ১২টার দিকে মোংলা থানায় খবর দেয়। দুপুরে পুলিশ গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে। পরিচয় নিশ্চিত হওয়ার জন্য পুলিশ ওই এলাকায় অনুসন্ধান চালাচ্ছে।

স্থানীয় রফিকুল ইসলাম বলেন, ‘সকালে খালের মধ্যে নবজাকতের মরদেহ ভাসতে দেখে আমি ৯৯৯ ফোন দিয়ে জানাই। পরে পুলিশ এলে খাল থেকে মরদেহটি তুলে তাদের কাছে দিয়েছি। এমন নিষ্ঠুর কাজ যারা করেছে, আমি তাদের বিচার দাবি করছি।’

আমাদের সময়/জেএইচ