জুলাই সনদ স্বাক্ষরে প্রস্তুত সরকার, বৈরী আবহাওয়ায় কিছুটা দেরি হতে পারে
ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষরের জন্য সরকার প্রস্তুত। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে, অনুষ্ঠান শুরু হতে কয়েক মিনিট বিলম্ব হতে পারে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, ‘আমরা ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের জন্য প্রস্তুত। প্রতিকূল আবহাওয়ার কারণে, অনুষ্ঠান শুরু হতে কয়েক মিনিট বিলম্ব হতে পারে। তবে, সবকিছু ঠিকঠাক আছে এবং কিছু অতিথি ইতিমধ্যেই অনুষ্ঠানস্থলে পৌঁছে গেছেন। আমরা আমাদের ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা প্রত্যক্ষ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বহুল প্রতীক্ষিত ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে শুক্রবার বিকেল ৪টায়। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ সনদ স্বাক্ষরিত হবে।
আমাদের সময়/এআই
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?