অভ্যুত্থানের পর মাদাগাস্কারের ক্ষমতায় সেনা কর্মকর্তা র্যান্ড্রিয়ানিরিনা
ছবি: সংগৃহীত
সামরিক অভ্যুত্থান ও জনবিপ্লবের ঝড় পেরিয়ে মাদাগাস্কারে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন সেনা কর্মকর্তা মাইকেল র্যান্ড্রিয়ানিরিনা। শুক্রবার (১৭ অক্টোবর) দেশটির উচ্চ সাংবিধানিক আদালতে আয়োজিত এক অনুষ্ঠানে তার শপথগ্রহণ সম্পন্ন হয়।
এ ঘটনার মধ্য দিয়ে অস্থির এক সপ্তাহের সমাপ্তি ঘটল-যে সপ্তাহে বিদ্যুৎ ও পানির সংকট ঘিরে সহিংস বিক্ষোভে দেশজুড়ে অন্তত ২২ জন নিহত এবং ১০০ জনের বেশি আহত হন। ক্রমবর্ধমান অরাজকতার মধ্যে মঙ্গলবার প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনাকে দায়িত্ব পরিত্যাগের অভিযোগে অভিশংসিত করা হয় এবং পরে তিনি দেশত্যাগে বাধ্য হন।
শপথ অনুষ্ঠানে সামরিক কর্মকর্তা, রাজনীতিক, জেনারেশন জেড নেতৃত্বাধীন আন্দোলনের প্রতিনিধি এবং যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া ও ফ্রান্সসহ বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
শপথ গ্রহণের পর ভাষণে র্যান্ড্রিয়ানিরিনা বলেন, ‘আজ আমাদের দেশের ইতিহাসে এক ঐতিহাসিক মোড় নেওয়ার দিন। পরিবর্তনের আকাঙ্ক্ষা ও মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসায় উদ্বুদ্ধ জনগণ আজ জাতির জীবনে নতুন অধ্যায় সূচনা করছে।’
তিনি ঘোষণা দেন, জাতির সব অংশীদারের সহযোগিতায় নতুন সংবিধান ও নির্বাচনী আইন প্রণয়ন করে নির্বাচন ও গণভোট আয়োজনের রূপরেখা তৈরি করা হবে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
যুব আন্দোলনের ভূমিকার প্রশংসা করে র্যান্ড্রিয়ানিরিনা আরও বলেন, ‘আমরা অতীতের সঙ্গে সম্পূর্ণ বিচ্ছেদ ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের প্রধান লক্ষ্য হবে প্রশাসনিক, সামাজিক-অর্থনৈতিক ও রাজনৈতিক শাসনব্যবস্থার পূর্ণ সংস্কার।’
আমাদের সময়/এআই
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস