অভিনয়ে নোবেলের প্রাক্তন স্ত্রী সালসাবিল

বিনোদন ডেস্ক
১৭ অক্টোবর ২০২৫, ১৪:০৯
শেয়ার :
অভিনয়ে নোবেলের প্রাক্তন স্ত্রী সালসাবিল
ছবি : সংগৃহীত।

অভিনয়ে নাম লেখালেন বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেলের প্রাক্তন স্ত্রী সালসাবিল মাহমুদ। ‘টানাপোড়ন’ নামের একটি নাটকের মাধ্যমে ছোটপর্দায় অভিষেক হচ্ছে তার। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সালসাবিল নিজেই।

নাটকে অভিনয়ের ব্যাপারে সালসাবিল বলেন, “টানাপোড়ন’ একটি ধারাবাহিক নাটক। এটি পরিচালনা করেছেন বাপ্পি খান। এই নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হচ্ছে আমার।”

নাটকটিতে ভালোবাসা, পারিবারিক টানাপোড়ন আর জীবনের হাসি-কান্নার গল্প তুলে ধরেছেন নির্মিতা। সালসাবিলের বেশ কয়েকটি পোস্ট থেকে বোঝা গেছে এরইমধ্যে নাটকের শুটিং শুরু করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) তার ফেসবুকে নাটকের একটি পোস্টার প্রকাশ করেছেন। যেখানে সালসাবিলকে বিমর্ষ অবস্থায় দেখা গেছে।

এদিকে সালসাবিল অভিনয়ে আসছেন শুনে বেশ উচ্ছ্বসিত তার অনুসারীরা। মন্তব্যের ঘরে অনেকেই জানিয়েছেন শুভকামনা। সাফল্য কামনা করেছেন তার।

প্রসঙ্গত, নোবেলের কারণে বিভিন্ন সময় সাংবাদ শিরোনামে উঠে এসেছেন সালসাবিল। এবার সেসব পেছনে ফেলে নিজের সৃজনশীলতা দিয়ে দর্শককে মুগ্ধ করতে চান তিনি।

আমাদের সময়/কেইউ