মোদি-ট্রাম্প ফোনে কথা হয়নি, জানাল ভারত
একদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে, ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। তবে অবিলম্বে তেল কেনা বন্ধ হবে না। সেখানে পদ্ধতিগত বিষয় আছে। তবে সেই পদ্ধতিগত বিষয় শীঘ্রই শেষ হয়ে যাবে।
তবে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘টেলিফোনে আলাপের বিষয়ে আমি এইচুকু বলতে পারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে কোনো আলোচনা হয়নি।’
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এর আগে বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছিল, ‘তেল ও গ্যাস আমদানির ক্ষেত্রে সবসময় ভারত ও ভারতীয়দের স্বার্থ সুরক্ষিত রাখার নীতি নিয়েই চলা হয়। আমাদের আমদানি পুরোপুরি এই নীতির উপর ভিত্তি করে চলে। এক্ষেত্রে স্থিতিশীল দাম ও সরবরাহ হলো আমাদের কাছে প্রধান লক্ষ্য।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
যুক্তরাষ্ট্রে সঙ্গে জ্বালানি সম্পর্ক নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা তেল ও অন্য জ্বালানি নিয়ে সহযোগিতা বাড়াতে চেয়েছি। গত দশকে তা কিছুটা এগিয়েছে। বর্তমান প্রশাসন ভারতের সঙ্গে সহযোগিতা বাড়িয়ে নিয়ে যেতে চায়। আলোচনা চলছে।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস