সাপের কামড়ে শিশুর মৃত্যু
হবিগাঞ্জের বানিয়াচং উপজেলায় সাপের কামড়ে শাহ মো. শাহরিয়ার চৌধুরী (১২) নামের এক শিশু মারা গেছে। সে উপজেলার কাগাপাশা গ্রামের শাহ মো. আব্দুল মান্নান চৌধুরীর ছেলে।
শিশুর চাচাতো ভাই পারভেজ চৌধুরী বলেন, ‘গতকাল বৃহস্পতিবার বিকেলে বাড়ির পুকুর পাড়ে খেলাধুলা করা সময় তাকে বিষাক্ত সাপে কামড় দেয়। কিন্তু সে বিষয়টি বুঝতে পারেনি। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।’
পারভেজ আরও বলেন, ‘সেখানে তার অবস্থা আরও সংকটাপন্ন হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’