জিপিএ-৫ পেয়েছেন ২ হাফেজা বোন
লক্ষ্মীপুরের রায়পুরে যমজ দুই বোন আরিফা সুলতানা ও আবিদা সুলতানা এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন। তারা কোরআনে হাফেজা। তাদের এমন সাফল্যে উৎফুল্ল মা-বাবাসহ স্বজনরা।
আরিফা ও আবিদা খুলনার বাসিন্দা হাফেজ আবু দাউদের যমজ মেয়ে। তাদের বাবা সৌদি আরবে থাকেন। এজন্য তারা ছোটবেলা থেকে মা সালমা আক্তারের সঙ্গে নানার বাড়ির এলাকা রায়পুর পৌরসভায় একটি বাসায় ভাড়া থাকেন।
আরিফা ও আবিদা চাঁদপুরের গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের মানবিক বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষা অংশ নেয়।
জানা গেছে, আরিফা ও আবিদা ১৮ বছর বয়সে প্রায় দেড় বছরে কুরআন শরীফ মুখস্ত করেছেন। একইসঙ্গে তারা হাফেজা হয়েছেন। তাদের চাচা হাফেজ মশিউরের কাছেই কুরআন মুখস্ত করেন আরিফা ও আদিবা।
আরিফা ও আবিদা জানায়, আল্লাহ সহায় হওয়ায় তাদের চেষ্টা সফল হয়েছে। তারা ভালো ফলাফল করতে পেরেছেন। ভবিষ্যতের জন্যও তারা সবার কাছে দোয়া চেয়েছেন।
সালমা আক্তার বলেন, ‘আল্লাহ আমার দুই মেয়েকে কুরআনে হাফেজা বানিয়েছেন। এখন এইচএসসি পরীক্ষায় তারা সর্বোচ্চ ফলাফল পেয়েছে। তাদের সাফল্যে আমরা খুব খুশি। ফলাফলের খবর পেয়ে তাদের বাবা বিদেশে আবেগাপ্লুত হয়ে পড়েছেন।’
গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের প্রভাষক আব্দুল বাতেন গণমাধ্যমকে বলেন, ‘আরিফা ও আবিদা দারুণ মেধাবী। তারা ক্লাসে নিয়মিত উপস্থিত থাকতো। যেকোনো পড়া তারা দ্রুত আয়ত্ত করতে পারে। বিস্ময়কর বিষয় হলো, তারা একসঙ্গে কোরআনে হাফেজা হয়েছে। আবার একসঙ্গে আমাদের কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাশ করেছে।’
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে এইচএসসি ও সমমানের ফলাফল ঘোষণা করা হয়। কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার পাশের হার ৪৮ দশমিক ৮৬। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭০৭জন।
আমাদের সময়/আরআর