গাজা পুনর্গঠন নিয়ে যা বললেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী
অবরুদ্ধ গাজা উপত্যকা পুনর্গঠন নিয়ে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা বলেছেন, গাজা পুনর্গঠনে পাঁচ বছর সময় লাগবে, এতে খরচ হবে ৬ হাজার ৭০০ কোটি ডলার ব্যয় হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
মোহাম্মদ মুস্তফা বলেন, গাজা পুনর্গঠন নিয়ে আলোচনা চলছে। তিনি বলেন, গাজায় আবাসন, সামাজিক কার্যক্রম, অবকাঠামো, অর্থনীতি ও প্রশাসন পুননির্মাণে ৬ হাজার ৭০০ কোটি ডলার খরচ হব।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এই কর্মপরিকল্পনা বাস্তবায়নে জাতীয় ও আন্তর্জাতিক সহযোগীরা এগিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী। আগামী মাসে কায়রোতে গাজা পুনর্গঠন কনফারেন্সে এই বিষয়ে তিনি প্রস্তাব দিবেন বলে জানান।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
মোহাম্মদ মুস্তফা বলেন, ‘ফিলিস্তিনের সরকার আবারও জানাচ্ছে গাজায় কার্যকরী প্রশাসন ব্যবস্থাই এর পুনর্গঠনে সবচেয়ে বেশি জরুরি।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস