রাজবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৫, ২০:০৯
শেয়ার :
রাজবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পানিতে ডুবে সাইম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে বালিয়াকান্দি ইউনিয়নের ভীমনগর গ্রামের বাড়ির পাশে পুকুরে ডুবে মৃত্যু হয়। নিহত সাইম একই এলাকার সাদ্দাম মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু সাইম খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তাকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। পরে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বালিয়াকান্দি হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন বলেন, ওই শিশুকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

 

আমাদের সময়/আরডি