তালেবানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে যা বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
১৬ অক্টোবর ২০২৫, ২০:০৪
শেয়ার :
তালেবানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে যা বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

আফগানিস্তানের সঙ্গে ৪৮ ঘণ্টার সাময়িক যুদ্ধবিরতিতে আছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন, স্থায়ী যুদ্ধবিরতির সিদ্ধান্ত এখন তালেবান সরকারকে নিতে হবে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

শাহবাজ শরীফ বলেন, ভারতের পরামর্শে পাকিস্তানে হামলা চালিয়েছে তালেবান। তালেবান পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে থাকাকালেই এই হামলা হয়। এরপরই জবাব দেয় পাকিস্তান। 

সপ্তাহখানেক ধরে চলা এই সংঘাতে ২ শতাধিক মানুষ নিহত হয়েছেন। শেষ পর্যন্ত বুধবার (১৫ অক্টোবর) রাতে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা আসে। আগামী ৪৮ ঘণ্টা এই যুদ্ধবিরতি চলবে। পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, এখন একে স্থায়ী যুদ্ধবিরতিতে রুপান্তর করার কাজ তালেবান সরকারের হাতে। 

মন্ত্রিসভায় দেওয়া ভাষণে শাহবাজ শরীফ বলেন, দুর্ভাগ্যজনকভাবে এত চেষ্টার পরও তালেবান প্রশাসন শান্তিকে গুরুত্ব না দিয়ে আগ্রাসনের পথ বেছে নিয়েছে।