বিএনপি নেতাকে পিটিয়ে লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৫, ১৯:৫২
শেয়ার :
বিএনপি নেতাকে পিটিয়ে লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

পিরোজপুরের কাউখালীতে বিএনপির নেতা সাখাওয়াত হোসেন খানকে (৪৮) পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ওই সময় তার সঙ্গে থাকা এক লাখ দশ হাজার টাকা ছিনতাই করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাতি গ্রামে ঘটনাটি ঘটেছে।

ভুক্তভোগী সাখাওয়াত হোসেন খান জোলাগাতি গ্রামের জয়নাল খানের ছেলে এবং ওয়ার্ড বিএনপির সভাপতি।

জানা গেছে, সাখাওয়াত হোসেন বাড়ি থেকে মোল্লারহাট বাজারে যাওয়ার পথে একই এলাকার নূর মোহাম্মদের তিন ছেলে মাসুদ হোসেন, আব্বাস হোসেন ও এমাদুল হকসহ দলবল নিয়ে তাকে পিছন থেকে আঘাত করে। এতে তিনি আহত হয়ে পড়লে তার পকেটে থাকা এক লাখ দশ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় যায় তারা।

পরবর্তীতে সাখাওয়াত হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্থানীয়রা। হাসপাতালে চিকিৎসাধীন সাখাওয়াত হোসেন জানান, তিনি সুপারি ক্রয় করার জন্য পাইকারি ব্যবসায়ীদের টাকা দেওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হলে পথে তাকে আক্রমণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান হোসেন বলেন, ‘ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আমাদের সময়/এফএম