পুকুর দখল নিয়ে সংঘর্ষে একজন নিহত, গ্রেপ্তার ৪ নারী

নওগাঁ প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৫, ১৯:৩৫
শেয়ার :
পুকুর দখল নিয়ে সংঘর্ষে একজন নিহত, গ্রেপ্তার ৪ নারী

নওগাঁর পোরশায় একটি খাস পুকুরের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শাহজামাল (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। টানা চারদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ বৃহস্পতিবার বিকেলে মারা যান। এ ঘটনায় অভিযুক্ত চার নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

নিহত শাহজামাল হোসেন পোরশা উপজেলার নিতপুর ইউপির অনন্তপুর গ্রামের মনতাজ হোসেনের ছেলে। এ ঘটনায় চার নারীকে আটক করেছে পোরশা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, অনন্তপুর মৌজার একটি খাস পুকুরের দখল ও আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। গত শনিবার সকালে অনন্তপুর মৌজার একটি খাস পুকুরে মাছের পোনা অবমুক্ত করতে যান শাহজামাল। এসময় প্রতিপক্ষের লোকজন তাকে একা পেয়ে মারপিট করতে থাকে। দেখতে পেয়ে তার বড় ভাই, ভাবি ও ভাতিজা শাহজামালকে রক্ষা করতে গেলে তাদেরকেও বেধড়ক মারপিঠ করে প্রতিপক্ষের লোকজন।

এতে শাহজামাল হোসেন, তার বড় ভাই নাজির হোসেন ও তার স্ত্রী হাবিবা বেগম এবং তাদের ছেলে নাইমুল ইসলামসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে শাহজামাল হোসেন মারা যান।

পরবর্তীতে আজ বৃহস্পতিবার দুপুরে নিহতের বড় ভাই নাজির হোসেন বাদী হয়ে ১৪ জনকে আসামি করে পোরশা থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় অভিযুক্ত চার নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত হলেন- অনন্তপুর গ্রামের আলম হোসেনের স্ত্রী ইয়াসমিন সুলতানা (৩৪), আসাদুল ইসলামের স্ত্রী রুমা খাতুন (২৬), আব্দুস সালাম ওরফে কালুর স্ত্রী সাহেবা খাতুন (৩৭) ও সাইদুর রহমানের স্ত্রী হালিমা খাতুন (৩৬)।

বিষয়টি নিশ্চিত করে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, ‘শাহজামাল হোসেনের মৃত্যুর খবর পেয়ে অভিযুক্তরা গ্রাম থেকে পালিয়ে গেছে। কেউ কেউ পরিবারসহ আত্মগোপনে চলে গেছে। এই হত্যা মামলার অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

আমাদের সময়/এফএম