এইচএসসি /

যে প্রতিষ্ঠানে পাশ করেছে এক শিক্ষার্থী!

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৫, ১৯:০৮
শেয়ার :
যে প্রতিষ্ঠানে পাশ করেছে এক শিক্ষার্থী!

চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় গজারিয়া উপজেলায় সবচেয়ে খারাপ ফলাফল করেছে বালুয়াকান্দি ডা.আব্দুল গাফফার স্কুল অ্যান্ড কলেজ। ভয়াবহ ফলাফল বিপর্যয়ে পড়া এই প্রতিষ্ঠানটি থেকে পাশ করেছে মাত্র একজন শিক্ষার্থী।

জানা যায়, বালুয়াকান্দিতে অবস্থিত ডা. আব্দুল গাফফার স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে ১৭ জন শিক্ষার্থী। প্রকাশিত ফলাফলে প্রতিষ্ঠানটি থেকে শুধুমাত্র একজন শিক্ষার্থী পাশ করেছে। পাশের হার মাত্র ৫ দশমিক ৮৮ শতাংশ। প্রতিষ্ঠানটির এমন ফলাফলে সমালোচনামুখর অভিভাবক শ্রেণি।

স্থানীয় বাসিন্দা সোলায়মান বলেন, ‘চলতি বছর এই প্রতিষ্ঠান থেকে ১৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করলেও তাদের মধ্যে ১৪ জনই অনিয়মিত শিক্ষার্থী। নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা মাত্র ৩ জন। মাত্র ৪ জন জনবল নিয়ে কোনোরকমে কার্যক্রম চালাচ্ছে প্রতিষ্ঠানটি। মানবিক বিভাগের অনিয়মিত শিক্ষার্থী ইয়াসিন ব্যতীত এই প্রতিষ্ঠানটি থেকে কেউ পাশ করতে পারেননি।’

হোসেন আলী নামের আরেক স্থানীয় বাসিন্দা বলেন, ‘প্রতিষ্ঠানটির স্কুল শাখা অত্যন্ত ভালো। তবে কলেজ শাখা এমপিওভুক্ত নয়। সেজন্য কলেজ পরিচালনা করার ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা রয়েছে। এসব সীমাবদ্ধতার সঙ্গে লড়াই করে কোনো রকমে টিকে আছে প্রতিষ্ঠানটি। তবে শিক্ষার মান উন্নয়ন করতে না পারলে প্রতিষ্ঠানটি অস্তিত্ব সংকটে পড়বে।’

বিষয়টি সম্পর্কে জানতে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ বশির উল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোনে বলেন, ‘আমি এখন ব্যস্ত আছি। এ বিষয়ে কয়েকদিন পর আপনাদের সঙ্গে কথা বলব।’

এ বিষয়ে গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, ‘প্রতিষ্ঠানটির কলেজ শাখা এমপিও ভুক্ত নয়। সেজন্য শিক্ষক ও শিক্ষার্থী স্বল্পতাসহ নানা সীমাবদ্ধতা রয়েছে। ফলাফল খারাপের বিষয়টি নিয়ে আমরা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে বসবো।’