নারায়ণগঞ্জের ‘শীর্ষ সন্ত্রাসী’ সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৫, ১৯:০৪
শেয়ার :
নারায়ণগঞ্জের ‘শীর্ষ সন্ত্রাসী’ সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিহ্নিত ও শীর্ষ সন্ত্রাসী মো. সাহেব আলীকে(৩৮) সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সুনামগঞ্জের জামালগঞ্জ থানার মান্নান ঘাট এলাকায় র‍্যাব-১১ ও র‍্যাব-৯ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাহেব আলী সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনীর মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে বিভিন্ন অপরাধমূলক কাজ পরিচালনা করে আসছিলেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) র‍্যাব-১১ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. ক. এইচ এম সাজ্জাদ হোসেন এ তথ্য জানান।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, সাহেব আলী সিদ্ধিরগঞ্জ এলাকায় অস্ত্রের মহড়া, চাঁদাবাজি, ছিনতাই, লুটপাট, ডাকাতি, মাদক ব্যবসা ও নারী নির্যাতনসহ নানা অপরাধে জড়িত ছিল। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ২০টি মামলা রয়েছে। এর মধ্যে ডাকাতি ও ছিনতাই ৭টি, মাদক মামলা ২টি, নারী ও শিশু নির্যাতন ১টি, সন্ত্রাসবিরোধী ও নাশকতা ৩টি, সরকারি কাজে বাধা ৫টি এবং আইন-শৃঙ্খলা বাহিনীর ছদ্মবেশে ডাকাতির ২টি মামলা অন্তর্ভুক্ত।

র‍্যাব জানায়, সাহেব আলীকে গ্রেপ্তারের চেষ্টা করলে তার কর্মীরা অতর্কিত হামলা চালিয়ে একাধিকবার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাধার মুখে ফেলে। তার বিরুদ্ধে সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে ৫ টি মামলা রয়েছে।

এর আগে, গত ৬ অক্টোবর গাজীপুরের গাছা থানার চান্দুরা এলাকায় অভিযান চালিয়ে র্যাব তার স্ত্রী-সন্তানসহ ৬ জন ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করেছিল।

গ্রেপ্তার সাহেব আলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তার অন্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।


আমাদের সময়/আরডি