জুলাই সনদ ফ্যাসিবাদ থেকে মুক্তির প্রথম পদক্ষেপ: রব
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘ফ্যাসিবাদী ব্যবস্থাকে ভেঙে দিয়ে কর্তৃত্ববাদী কাঠামো থেকে বেরিয়ে আসার প্রথম ধাপ জুলাই সনদ। এর মাধ্যমে যতটুকু অর্জন সম্ভব হয়েছে তা অবশ্যই ধরে রাখতে হবে।’
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
আ স ম আবদুর রব বলেন, ‘রাষ্ট্র রূপান্তরের ভিত্তিপ্রস্তর হিসেবে জুলাই সনদকে গ্রহণ ও বাস্তবায়নের মধ্য দিয়েই জাতীয় স্বার্থে একটি বৃহত্তর ঐক্য গড়ে তোলা সম্ভব।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি বলেন, ‘রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে প্রয়োজন ধৈর্য ও কৌশলগত পদক্ষেপ। ক্রমাগত সংস্কারের মাধ্যমে সমাজ ও রাষ্ট্র স্থিতিশীলতা লাভ করে। জুলাই গণঅভ্যুত্থানে রক্তের বিনিময়ে অর্জিত ন্যূনতম অর্জন বাস্তবায়ন করাই হবে ইতিহাসের প্রতি দায়বদ্ধতা।’
তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলোকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। আমলাতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি, পুলিশি ব্যবস্থা ও বিচারবিভাগের কাঠামোগত জটিলতা নিরসনে নিরন্তর সংগ্রামের আহ্বান জানান তিনি।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
আমাদের সময়/এআই