জেন জি আন্দোলনে উত্তাল মাদাগাস্কারে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা
জেন জি নেতৃত্বাধীন আন্দোলনে সরকা পতনের পর মাদাগাস্কারে অন্তবর্তী প্রেসিডেন্টের নাম ঘোষণা করা হয়েছে। কর্নেল মাইকেল রানড্রিয়ানিরিনা শুক্রবার দেশের অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন। আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
এখন নতুন সরকারের জন্য একজন প্রধানমন্ত্রী নিয়োগ করা নিয়ে আলোচনা চলছে। সাবেক প্রেসিডেন্ট অ্য়ান্ড্রি রাজোলিনা ইমপিচমেন্টের পর দেশ থেকে পালিয়েছেন। তার আগে রাজোলিনা সরকারের বিরুদ্ধে জেন জি বিক্ষোভ হয়।
গত মঙ্গলবার রানড্রিয়ানিলিনা জানিয়েছিলেন, সেনাবাহিনী এখন দেশের দায়িত্বভার নিচ্ছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
গণবিক্ষোভের মুখে মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে পালানোর পর ক্ষমতা নেয় দেশটির সেনাবাহিনী। সেনাবাহিনীর একজন 'কর্নেল' ক্ষমতা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে।
এ ঘটনার আগে, প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনাকে অভিশংসনের পক্ষে ভোট দেন দেশটির বর্তমান সংসদ সদস্যরা। মঙ্গলবার মাদাগাস্কারের জাতীয় পরিষদে অনুষ্ঠিত ভোটে ১৩০টি ভোট আন্দ্রে রাজোয়েলিনাকে অভিশংসনের পক্ষে পড়ে। তবে অভিশংসন ভোট অনুষ্ঠানের নিন্দা করেন রাজোয়েলিনা।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস