ওবায়দুল কাদেরের ছোট ভাই গ্রেপ্তার
রাজধানী থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই মো. শাহাদাত হোসেনসহ দলটির অঙ্গসংগঠনের নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ওবায়দুল কাদেরের ভাই শাহাদাত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। সব শেষ অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন তিনি। তবে বিপুল ভোটে হেরে যান তিনি। তার আরেক ভাই নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা বিজয়ী প্রার্থী শরীফ চৌধুরী পিপুলের পক্ষে নির্বাচন করেছিলেন।
আমাদের সময়/জেআই
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?