সাড়ে ৩ লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস, ২ জেলের কারাদণ্ড

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৫, ১০:২০
শেয়ার :
সাড়ে ৩ লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস, ২ জেলের কারাদণ্ড

পিরোজপুরের ইন্দুরকানী ও ভাণ্ডারিয়া উপজেলায় কঁচা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে দুই জেলেকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) রাত ১১টার দিকে জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামতের সার্বিক তত্ত্বাবধানে এই যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অংশ নেন ইন্দুরকানী উপজেলার মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান, ভাণ্ডারিয়া উপজেলার মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম এবং পাড়েরহাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস।

অভিযান চলাকালে কঁচা নদী থেকে প্রায় ৬ হাজার মিটার কারেন্ট জাল ও ৩ হাজার ৫০০ মিটার ইলিশা জাল জব্দ করা হয়। পরে ভাণ্ডারিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হালদারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে দুই জেলেকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন মো. বাবু (৩০), পিতা আ. বারেক খান এবং ইব্রাহিম (৩৫), পিতা মৃত্যু জয়নাল খান। তাদের দু’জনকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযান শেষে উপজেলা প্রশাসনের উপস্থিতিতে জব্দকৃত নিষিদ্ধ জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত বলেন, ‘ইলিশের প্রজনন মৌসুমে কেউ যাতে আইন লঙ্ঘন না করতে পারে, সেজন্য প্রশাসন, পুলিশ ও মৎস্য অধিদপ্তর সমন্বিতভাবে কাজ করছে। ইলিশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

আমাদের সময়/আরআর