দুয়ো শুনলেন মিরাজরা
বাংলাদেশ দল অতীতেও অনেকবার অনেক টুর্নামেন্টে নিজেদের সেরাটা দিতে পারেনি। তবে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়াটা ব্যর্থতার শেষ ধাপের মধ্যেই পড়ে। সিরিজের সবকটি ম্যাচেই চরম ব্যর্থ ছিলেন ব্যাটাররা।
আফগানিস্তান সিরিজ শেষে গতকাল বুধবার সন্ধ্যায় দেশে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহানরা। দেশে ফিরে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে বের হওয়ার সময় দর্শকদের দুয়ো শুনেছেন ক্রিকেটাররা। নাঈম শেখ-তাওহীদ হৃদয়দের দেখে দর্শকরা যেন মেজাজ ঠিক রাখতে পারেননি। তাদের গাড়ির পেছনে দর্শকরা ভুয়া ভুয়া সেøাগান দিতে থাকেন।
এ সময় বিমর্ষ অবস্থায় দেখা যায় ক্রিকেটারদের। অতীতে দেশের ক্রিকেটারদের কখনও এমন অবস্থায় পড়তে হয়নি বিমানবন্দরে। তবে দর্শকদের ধৈর্যের বাঁধ যেন ভেঙে দিয়েছেন ক্রিকেটাররা। প্রতিটি ম্যাচেই বাজে ব্যাটিং যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে আবার জাকের আলি অনিকের বোন নিজের ভাইকে ডিফেন্ড করতে গিয়ে বাকি ক্রিকেটারদের করেছেন ছোট। অবশ্য অতীতে এসব রীতি তো ক্রিকেটারদের স্ত্রীদের থেকেও দেখা গেছে।
এদিকে দেশে ফিরে বিশ্রামের কোনো সুযোগ নেই বাংলাদেশ দলের। কেননা আজ থেকেই অনুশীলনে নামতে যাচ্ছে দল। আগামী শনিবার থেকে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ। সময় যে হাতে একদমই নেই বাংলাদেশ দলের ক্রিকেটারদের হাতে। আগের সিরিজের ব্যর্থতা কি এই সিরিজে পুষিয়ে দিতে পারবেন কি তারা।
আরও পড়ুন:
স্পিনে ভরসা রাচিনের
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর দলের হতাশাজনক পারফরম্যান্সের কারণ হিসেবে বারবার করা ভুলের পুনরাবৃত্তিকেই দায়ী করলেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তার মতে, দল ভুল থেকে শিক্ষা নিচ্ছে না এবং ক্রিকেটারদের মধ্যে দায়িত্ব নেওয়ার প্রবণতা কম, যা বারবার ডোবাচ্ছে দলকে।
এক সাক্ষাৎকারে মিরাজ বলেন, ‘আমরা প্রতিটি হার থেকে শিখছি না। যেভাবে উন্নতি করা দরকার, সেভাবে হচ্ছে না। আমাদের কিছু জায়গায় ঘাটতি আছে, কিন্তু এই ক্রিকেটারদের নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে’।
তিনি আরও যোগ করেন, ‘ফলাফল দেখে মনে হতে পারে আমরা খুবই খারাপ দল, কিন্তু আসলে তা নয়। আমাদের শুধু ভুলগুলো শুধরে উন্নতি করতে হবে’।
আরও পড়ুন:
সূর্যর সাফল্যের মন্ত্র
আফগানিস্তানের বিপক্ষে শেষ দুটি ওয়ানডেতে বাংলাদেশ ৩০ ওভারও ব্যাট করতে পারেনি। দ্বিতীয় ম্যাচে ২৮.৩ ওভারে ১০৯ রানে অলআউট হওয়ার পর শেষ ম্যাচে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ৯৩ রানে (২৭.১ ওভারে)।
অধিনায়কের মতে, দলের প্রথম লক্ষ্য হওয়া উচিত পুরো ৫০ ওভার ব্যাট করা। তিনি বলেন, ‘ব্যাটাররা দায়িত্ব না নিলে দলের ভুগতে হয়। প্রত্যেককে দায়িত্ব নিতে হবে, না হলে আমরা ভুল করতেই থাকব। বোর্ডে রান না থাকলে কন্ডিশন যেমনই হোক, ম্যাচ জেতা সম্ভব নয়’।
সিরিজ হারের দায় নিজের কাঁধে নিয়ে মিরাজ জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে ছন্দে ফেরাটা জরুরি। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজ খেলতে আজই (১৫ অক্টোবর) ঢাকায় পা রাখার কথা দুই দলের। মিরাজ আশা করছেন, সিরিজের আগে পরিবারের সঙ্গে দুদিন সময় কাটাতে পারলে ক্রিকেটাররা মানসিকভাবে চাঙা হয়ে মাঠে নামতে পারবে।
আরও পড়ুন:
বিপাকে আলভেস
আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজে সাইড স্ট্রেইনের কারণে খেলতে না পারা লিটন দাস গত ১৪ অক্টোবর স্ক্যান করিয়েছেন। মেডিক্যাল রিপোর্টের অপেক্ষায় থাকলেও সূত্রমতে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার মাঠে নামা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।