হাসপাতালে ভর্তি হানিয়া আমির
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রিয় তারকার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।
পাকিস্তানের একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, হানিয়া আমিরের হাসপাতালে ভর্তির ব্যাপারে এখনও অনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের হিউস্টনে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য এসেছিলেন। অভিনেত্রীর সাম্প্রতিক ছবি ও ভিডিওতে বেশ অসুস্থ দেখা যাচ্ছে তাকে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতাল থেকে হানিয়া আমিরের একাধিক ছবি ছড়িয়ে পড়েছে। এরপর থেকে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মনে প্রশ্ন উঁকি কী হয়েছে অভিনেত্রীর? একইসঙ্গে নেটিজেনরা দ্রুত আরোগ্য কামনা করেছেন।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
গত মাসে সানসিল্ক আয়োজিত একটি এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নিতে ঢাকায় এসেছিলেন হানিয়া। ঢাকায় এসে নাগা মরিচের ঝাল্মুড়ি দিয়ে সকালের নাশতা করেছিলেন এ অভিনেত্রী।
প্রসঙ্গত, হানিয়া আমিরকে সবশেষে দেখে গিয়েছিল, চলতি বছরে ২৭ জুন মুক্তি প্রাপ্ত ‘সর্দারজি ৩’ ছবিতে। পহেলগাঁও কাণ্ডের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানি তারকাদের বয়কটের ডাক দেওয়া হয়। ফলে ‘সর্দারজি ৩’ বিশ্বব্যাপী মুক্তি পেলেও ভারত মুক্তি দেওয়া হয়নি। এতে হানিয়া-দিলজিৎ ছাড়াও অভিনয় করেছেন নাসির চিনোতি, ড্যানিয়েল খাওয়ার ও সালিম আলবা প্রমুখ।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
আমাদের সময়/কেইউ