দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল সভাপতির পর এবার আহত কর্মীর মৃত্যু

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৫, ২০:৩৪
শেয়ার :
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল সভাপতির পর এবার আহত কর্মীর মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইউনিয়ন ছাত্রদল সভাপতি নিহতের ঘটনায় গুরুতর আহত মো. তানিম বিল্লাহ (২০) নামে আরেক ছাত্রদল কর্মীর মৃত্যু হয়েছে। নিহত ছাত্রদল কর্মী তানিম উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের সরকারহাট এলাকার বাকের আলী চৌধুরী বাড়ির মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ছেলে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাক আহম্মেদ।

নিহত ছাত্রদল কর্মী তানিম একই ঘটনায় মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত উপজেলার চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদল সভাপতি অপি দাশের কর্মী। তারা উভয়ে বিএনপির চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের অনুসারী বলে জানা গেছে।

প্রসঙ্গত, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরী হাটের দাতারাম সড়কে কথাকাটির একপর্যায়ে হঠাৎ একদল দুর্বৃত্ত চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদল সভাপতি অপি ও তার সঙ্গী ছাত্রদল কর্মী তানিমের ওপর চড়াও হয়। এ সময় দুর্বৃত্তরা তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক অপি দাশকে মৃত বলে ঘোষণা করেন। এ ছাড়া তানিমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। পরে বুধবার সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তানিম।

এদিকে, ঘটনার পরপর সিসিটিভি ফুটেজ দেখে ঘণ্টাখানেকের মধ্যে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে হত্যার ঘটনায় জড়িত মো. আফসার উদ্দিন (১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। গ্রেপ্তার যুবক আফসার কক্সবাজার জেলা সদরের পানখালী গ্রামের কবির আহম্মদের ছেলে। তিনি চৌধুরীহাটের ইউনিক চিকেন হাউস নামক একটি রেস্টুরেন্টের পাশে সুজন কলোনিতে বসবাস করত বলে জানা গেছে।

অন্যদিকে, ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও এখনো থানায় মামলা রুজু হয়নি বলে জানিয়েছে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া।

তিনি জানান, এখনো ওই ঘটনার কারণ উদঘাটন করা সম্ভব হয়নি। ঘটনার তদন্তে পুলিশ কাজ করছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।



আমাদের সময়/আরডি