মিরপুরের অগ্নিকাণ্ডে ধর্মপাশার দুই নারী শ্রমিক নিহত

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৫, ১৮:২৯
শেয়ার :
মিরপুরের অগ্নিকাণ্ডে ধর্মপাশার দুই নারী শ্রমিক নিহত

রাজধানী ঢাকার মিরপুরে একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে সুনামগঞ্জের ধর্মপাশার দুই নারী শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার তাদের পরিবারের লোকজন লাশ শনাক্ত করেছে।

নিহত ফারজানা আক্তার উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রহমতপুর গ্রামের রতন মিয়ার মেয়ে ও আলো আক্তার একই উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের নয়াহাটি গ্রামের মো. সুলতানের মেয়ে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত আলোর স্বামী নিখোঁজ রয়েছে। তিনি জামালগঞ্জ উপজেলার গজারিয়া গ্রামের সবুজ মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোকাররম হোসেন বলেন, ‘ফারজানা ও আলো ঢাকার ওই পোশাক কারখানায় কাজ করতেন। অগ্নিদগ্ধ হয়ে দুজনেরই মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন আজ তাদের লাশ শনাক্ত করেছে।’