পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে চরএলাহী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাংচিল আবাসনে এ ঘটনা ঘটে।
নিহত জহিরুল ইসলাম মারুফ (৭) ও সাইফুল ইসলাম মাসুম (৫) ওই ওয়ার্ডের মো. মাসুদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাছ ব্যবসায়ী মাসুদ তার ছেলেদের নিয়ে বাড়ির পাশের শাহ জামাল জামে মসজিদের পুকুরে গোসল করতে যান। এ সময় মাছের বরফ আসার খবর পেয়ে মাসুম বাচ্ছাদের পুকুরঘাটে রেখে চলে যান। ধারণা করা হচ্ছে, এ সময় বাচ্ছারা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে মসজিদের মুয়াজ্জিন মাসুমকে পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে। পরে এলাকাবাসী মারুফকেও উদ্ধার করে। উদ্ধার করে তাৎক্ষণিক সূবর্ণচরের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিশুদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
আমাদের সময়/আরডি