বন্ধ হচ্ছে এমটিভির মিউজিক চ্যানেল

বিনোদন ডেস্ক
১৫ অক্টোবর ২০২৫, ১৭:২২
শেয়ার :
বন্ধ হচ্ছে এমটিভির মিউজিক চ্যানেল

সংগীতদুনিয়ায় দীর্ঘ ৪৪ বছর ধরে রাজত্ব করছে এমটিভি’র মিউজিক চ্যানেলগুলো। এবার সেই পথচলায় যতিচিহ্ন পড়ছে! অর্থাৎ থেমে যাচ্ছে এমটিভির জনপ্রিয় কিছু মিউজিক চ্যানেলের পথচলা।

সম্প্রতি প্যারামাউন্ট গ্লোবালের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, আগামী ৩১ ডিসেম্বর থেকে MTV Hits, MTV 80s, MTV 90s-সহ তাদের একাধিক মিউজিক চ্যানেল বন্ধ হয়ে যাবে।

শুধু দুঃসংবাদই নয়, এমটিভি অনুরাগীদের জন্য সুখবরও আছে! নতুন বছরে এই মিউজিক চ্যানেলগুলোকে নতুন মোড়কে শ্রোতাদের কাছে তুলে ধরতে চাইছে প্রতিষ্ঠানটি। মূলত চ্যানেলের নেটওয়ার্ক পুনর্গঠন ও ডিজিটাল প্ল্যাটফর্মের গুরুত্বের কথা বিবেচনা করেই কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

মিউজিক চ্যানেলগুলো বন্ধ হলেও ‘এমটিভি এইচডি’ চলবে স্বমহিমায়। সংশ্লিষ্ট চ্যানেলের জনপ্রিয় রিয়্যালিটি শোগুলোও দেখতে পাবেন দর্শক।

বলা দরকার, ১৯৮১ সালে ‘আই ওয়ান্ট মাই এমটিভি’ স্লোগান তুলে পথচলা শুরু করেছিল এমটিভি। এরইমধ্যে অসংখ্য কালোত্তীর্ণ স্টুডিও কনসার্ট উপহার দিয়েছে তারা। এ ছাড়া এমটিভি টপ চার্টে জায়গা পাওয়া যেকোনো সংগীতশিল্পীর জন্যই সম্মানের বার্তা বয়ে আনে।

আমাদের সময়/ এসএ