পুলিশের ২ কর্মকর্তাকে দুদকে বদলি
বাংলাদেশ পুলিশের দুজন ঊর্ধ্বতন কর্মকতাকে বদলি করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক করা হয়েছে। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার এক প্রজ্ঞাপনে তাদের দুদকে পাঠানো হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে জানা যায়, যে দুজনকে বদলি করা হয়েছে তারা হচ্ছেন পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারি পুলিশ সুপার) মো. আবু ইউসুফ ও একই পদের মো. জাহিদুর রহমান।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
প্রজ্ঞাপনে আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
আমাদের সময়/জেআই