আশা আইন উপদেষ্টার /

সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে

অনলাইন ডেস্ক
১৫ অক্টোবর ২০২৫, ১৫:৫৯
শেয়ার :
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে

সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবেন বলে আশা প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ বুধবার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশা প্রকাশ করেন।

জুলাই সনদে সইয়ের বিষয়ে আইন উপদেষ্টা বলেন, ‘আমার মনে হয়, সমস্ত রাজনৈতিক দল যে নিষ্ঠার সঙ্গে এ আলোচনায় অংশগ্রহণ করেছেন৷ আমি জানি না তারা কি করবেন৷ তবে আমার মনে হয় এ নিষ্ঠার ধারাবাহিকতা হিসেবে তারা জুলাই সনদে সই করবেন৷ কনসেন্ট (সম্মতি) নিয়ে জুলাই সনদ হচ্ছে৷ মূল মতভেদ তো বাস্তবায়ন পদ্ধতি নিয়ে৷ আমি বিশ্বাস করি এখানে সবাই সাইন করবে৷’

তিনি বলেন, ‘যখনই কোনো অন্তর্বর্তী সরকার হয় তখনই নির্বাচন নিয়ে এ ধরনের একটি শঙ্কা থাকে৷ আমাদের সরকারের পক্ষ থেকে দৃঢ়ভাবে বলতে চাই ফেব্রুয়ারির প্রথমার্ধ্বেই নির্বাচন করার ব্যাপারে আমরা বদ্ধপরিকর৷ কোনো রকম দ্বিতীয় চিন্তা আমরা কথা প্রসঙ্গেও আলোচনা করি না৷’ 

আমাদের সময়/জেআই