ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান শিক্ষকদের, যান চলাচল বন্ধ
চিকিৎসা ভাতা ও বাড়িভাড়া বৃদ্ধিসহ শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা শহীদ মিনার থেকে শাহবাগ মোড়ে আসার পথে আটকে দেয় পুলিশ। এসময় তারা পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে চলে এসে সেখানে অবস্থান নেন। এতে করে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে তারা শাহবাগে অবস্থা নেন।
এদিন শাহবাগ ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে শিক্ষকরা দুপুর ২টার দিকে শহীদ মিনার থেকে জাতীয় গ্রন্থাগারের কাছাকাছি এলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। এসময় ব্যারিকেডের সামনেই শিক্ষকরা অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।
এর আগে দুপুর ১টা ৪০মিনিটের দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রওনা দেন শিক্ষকরা। এ সময় তাদের হাতে জাতীয় পতাকা ও বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
প্রসঙ্গত, মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী শাহবাগ ব্লকেড কর্মসূচির ঘোষণা দেন।
তিনি বলেন, ‘আগামীকাল বুধবার দুপুর ১২টায় শাহবাগ ব্লকেড পালিত হবে। সারাদেশের শিক্ষক–কর্মচারীরা দলে দলে যোগ দিন। বিজয় আমাদের সুনিশ্চিত।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এছাড়া সোমবার (১৩ অক্টোবর) আন্দোলনরত শিক্ষকরা শহীদ মিনার থেকে নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে জানান, সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি না হওয়ায় আন্দোলনের পরিধি ধীরে ধীরে বিস্তৃত করা হচ্ছে।
এরও আগে গত রোববার ((১২ অক্টোবর) প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকেই শিক্ষকরা সারাদেশে পাঠদান বন্ধ করে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রয়েছেন।
আমাদের সময়/আরআর