ক্যানসারে আক্রান্ত নির্মাতা শুকু, চলছে চিকিৎসা
ক্যানসারে আক্রান্ত জনপ্রিয় নাট্যনির্মাতা ও নাট্যকার মাতিয়া বানু শুকু। বর্তমানে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। সঙ্গে আছেন তার স্বামী গুণী নির্মাতা নূরুল আলম আতিক। তথ্যটি নিশ্চিত করেছেন এই দম্পতির ঘনিষ্ঠজন লেখক ও নির্মাতা গোলাম রাব্বানী।
তিনি জানান, কেমোথেরাপি দেওয়া হচ্ছে শুকুকে। আরও ১২ সপ্তাহ চেন্নাইতে থাকতে হবে।
ইতিমধ্যেই ফেসবুকে অনেকেই পোস্ট দিচ্ছেন এই নির্মাতার আরোগ্য কামনা করে। নির্মাতা চয়নিয়কা চৌধুরী লিখেছেন, ‘মাতিয়া বানু শুকু আপু, অনেক ভালো থেকো তুমি… তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। ভালোবাসা সবসময় তোমার জন্য। তুমি একদম চিন্তা করবে না। সব ঠিক হয়ে যাবে।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তিনি আরও লিখেছেন, ‘আমাদের শুকু আপু অসুস্থ হয়ে এখন চেন্নাইতে। তার কেমো চলছে। সবাই তাকে প্রার্থনায় রাখবেন।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
বেশ কয়েক বছর ধরে নানা ধারাবাহিক ও একক নাটক নির্মাণ করে আসছেন মাতিয়া বানু শুকু। তার উল্লেখযোগ্য কাজ হচ্ছে- ‘গোল্লাছুট’, ‘ধন্যি মেয়ে’সহ বেশ কয়েকটি নাটক।
২০২২-২৩ অর্থবছরে তিনি ‘লাল মিয়া’ সিনেমার জন্য প্রযোজক হিসেবে অনুদান পান। সিনেমাটি পরিচালনা করবেন নুরুল আলম আতিক। এর আগে, এই জুটি ‘লাল মোরগের ঝুঁটি’র জন্যও অনুদান পেয়েছিলেন।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’
আমাদের সময়/ এসএ