সরকারের ভেতরে গুপ্তচর নিয়োগ রাজনৈতিক দলের কাজ নয়: দুদু

অনলাইন ডেস্ক
১৫ অক্টোবর ২০২৫, ১৪:২০
শেয়ার :
সরকারের ভেতরে গুপ্তচর নিয়োগ রাজনৈতিক দলের কাজ নয়: দুদু

সরকারের ভেতরে গুপ্তচর নিয়োগ করা কোন রাজনৈতিক দলের কাজ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বুধবার (১৫ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও সংগঠন আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘উপদেষ্টাদের কণ্ঠ রেকর্ড আছে বলে সরকারকে ব্ল্যাকমেইল করে যারা সুবিধা নেওয়ার চেষ্টা করছে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।’

ঐক্যবদ্ধ না থাকলে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বাধাগ্রস্ত হবে।’

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘গত তিনটি নির্বাচনে ভারত একবারও বলেনি এটা ভাল নির্বাচন হয়নি। আওয়ামী লীগ আমলে বাংলাদেশকে কলোনি হিসেবে শোষণ করেছে ভারত।’

তিনি বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে গণতন্ত্র সম্ভব নয়।’

মিরপুরের অগ্নিকাণ্ডের বিষয়ে শামসুজ্জামান দুদু বলেন, ‘সরকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে, তাই এসব বিষয়ে খেয়াল রাখার দাবি জানাই।’

আমাদের সময়/এআই