যে কারণে কলকাতায় চঞ্চল
নিতুন সিনেমার শুটিংয়ে অংশ নিতে কলকাতায় গেলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এবার তাকে দেখা যাবে ব্রাত্য বসুর ‘শেকড়’-এ। ইতিমধ্যেই সিনেমার শুটিং শুরু হয়েছে কলকাতার বীরভূমেতে। আর গেল সোমবার থেকে এর শুটিংয়ে যোগ দিয়েছেন বাংলাদেশের এই অভিনেতা।
জানা গেছে, গত সোমবার ঢাকা থেকে কলকাতায় পৌঁছান চঞ্চল। কলকাতা থেকে সরাসরি বীরভূমের শুটিং সেটে যান তিনি। শুটিংয়ের মাঝেই সবার সঙ্গে খুনসুটি করছেন।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প ‘দ্রবময়ীর কাশীবাস’ ও ‘দাদু’র অবলম্বনে নির্মিত হবে ‘শেকড়’ সিনেমাটি। এর গল্প প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে পরিচালক ব্রাত্য বসুু বলেছিলেন, ‘আমি মনে করি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য চিরন্তন। ২০২৫ সালে আমি তার দুইটি গল্প নিয়ে এসেছি। চিত্রনাট্য আমি লিখেছি। সংলাপ লেখায় আমাকে সাহায্য করেছেন উজ্জ্বল চট্টোপাধ্যায়।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
পাশাপাশি দুই গ্রামের বয়স্ক নারী-পুরুষের চরিত্রকে ঘিরে সিনেমার গল্প এগিয়ে যাবে। বৃদ্ধের চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা লোকনাথ দে। বৃদ্ধা নারীর চরিত্রে অভিনয় করবেন ‘রক্তবীজ -২’র শেখ হাসিনার চরিত্রে অভিনয় করা সীমা বিশ্বাস। লোকনাথ যে বৃদ্ধের চরিত্রে অভিনয় করবেন তার ছেলের চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। চঞ্চলের বউয়ের চরিত্রে থাকবেন পৌলমী বসু।
ব্রাত্য বসুর আসন্ন সিনেমা ‘শেকড়’-এ আরও অভিনয় করবেন পৌলমী বসু, অম্বরীশ ভট্টাচার্য, ঋদ্ধি সেন, অঙ্গনা রায়, অনসূয়া মজুমদার, অনুজয় চট্টোপাধ্যায়, নারায়ণ গোস্বামীসহ অনেকে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
আমাদের সময়/ এসএ