শাহরাস্তিতে ইউনিয়ন যুবলীগের সভাপতি গ্রেপ্তার
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য মো. কুতুব উদ্দিন সোহাগ পাটোয়ারীকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানার পুলিশ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয় জানতে চাইলে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার পিপিএম (বার) জানান, তিনি নাশকতার সঙ্গে জড়িত বলে অভিযোগ আছে। এছাড়া তিনি দেশের আইনশৃঙ্খলা অস্থিতিশীল করার কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। তার বিরুদ্ধে থানাতেও নাশকতার অভিযোগ রয়েছে।
আমাদের সময়/আরআর