খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে স্থায়ীভাবে অপসারণ
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে জিরুনা ত্রিপুরাকে এবার স্থায়ীভাবে অপসারণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোল্লা চন্দ্র পাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অপসারণের বিষয়টি জানানো হয়।
এর আগে গত ৭ জুলাই জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে ১৪ জন সদস্যদের অবমূল্যায়ন, খারাপ আচরণ, হস্তান্তরিত বিভাগের প্রধান ও কর্মচারীদের সঙ্গে অবমূল্যায়ন, স্বেচ্ছাচারিতাসহ শিক্ষক বদলি বাণিজ্য, ঠিকাদার বিলের ফাইল আটকিয়ে রেখে ঘুস বাণিজ্য এবং চরম দুর্নীতির অভিযোগ দাখিল করা হয়। এ পরিপ্রেক্ষিতে তাকে দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছিল।
এদিকে তার বিরুদ্ধে আনীত এসব অভিযোগের পর মন্ত্রণালয় যুগ্ম সচিব অতুল সরকারকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি গত ৩০ জুলাই খাগড়াছড়িতে পরিষদ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে এবং ৩১ আগস্ট অনাস্থা প্রস্তাবের ওপর তদন্ত সভা করে।
পরবর্তীতে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে মন্ত্রণালয় জিরুনা ত্রিপুরাকে স্থায়ীভাবে পদচ্যুত করার সিদ্ধান্ত নেয়।
উল্লেখ্য, বর্তমান পরিষদ সদস্য শেফালিকা ত্রিপুরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
আমাদের সময়/আরআর