প্রয়াত চার্লি কার্ককে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম প্রদান করলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে নিহত ডানপন্থী নেতা চার্লি কার্ককে মরণোত্তরভাবে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম প্রদান করেছেন।
গত সেপ্টেম্বরে ইউটা ভ্যালি ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে মারা যান ৩১ বছর বয়সী কার্ক। আধুনিক আমেরিকান রাজনীতিতে তিনি ছিলেন অন্যতম প্রভাবশালী ডানপন্থী কর্মী, যিনি তরুণ প্রজন্মকে রাজনীতিতে যুক্ত হতে ও ট্রাম্পের ২০২৪ সালের নির্বাচনী প্রচারে অংশ নিতে উদ্বুদ্ধ করেছিলেন।
তবে কার্ক ছিলেন বিতর্কিত ব্যক্তি। তিনি প্রায়ই সমকামী ও ট্রান্সজেন্ডার অধিকার নিয়ে সমালোচনামূলক মন্তব্য করতেন এবং একবার বলেছিলেন যে- ১৯৬৪ সালের সিভিল রাইটস অ্যাক্ট পাস হওয়া “একটি ভুল” ছিল। অনেক সমালোচক মনে করেন, তার প্রশংসা বা সম্মাননা দেওয়া চরমপন্থী মতবাদকে আরও উসকে দিতে পারে।
ট্রাম্প প্রশাসন ও কার্কের সমর্থকরা তার সমালোচকদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। মঙ্গলবার রাতে প্রশাসন ছয়জন বিদেশি নাগরিকের ভিসা বাতিল করেছে, তারা কার্কের মৃত্যুকে ব্যঙ্গ করেছে বা সমালোচনামূলক মন্তব্য করেছে। এতে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
রোজ গার্ডেনে আয়োজিত অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘চার্লির মৃত্যুর এক মাস পেরিয়ে গেলেও আমরা এখনো সেই শোক ও যন্ত্রণায় আছি। চার্লি কার্ক ছিলেন এক এবং অদ্বিতীয়- তাকে থামানো যেত না।’
অনুষ্ঠানটি হয় কার্কের ৩২তম জন্মদিনে, যে দিনটি তিনি জীবিত থাকলে উদযাপন করতেন। ইসরায়েল ও মিশর সফর শেষে ট্রাম্প সকালে দেশে ফিরে এই অনুষ্ঠানে যোগ দেন।
কার্কের স্ত্রী এরিকা কার্ক, আবেগঘন কণ্ঠে বলেন, ‘চার্লির গভীর ধর্মবিশ্বাসই তাকে চালিত করত। এখন তিনি ন্যায়ের শহীদের মুকুট পরেছেন।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
তিনি আরও জানান, তার স্বামী হয়তো একদিন প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতেন, যদি জন্মদিনের কয়েক সপ্তাহ আগে তাকে হত্যা না করা হতো।
এরিকা বলেন, ‘সময়টি এলে, সে হয়তো প্রার্থী হতো- তবে উচ্চাকাঙ্ক্ষা থেকে নয়। শুধু যদি মনে করত দেশ তা প্রয়োজন মনে করছে।’
এরিকা বক্তৃতায় ট্রাম্পকে ধন্যবাদ জানালেও কোমলভাবে আপত্তি জানান ট্রাম্পের সেই বক্তব্যের প্রতি, যেখানে প্রেসিডেন্ট বলেছিলেন যে তার স্বামী রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদেরও ভালোবাসতেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
আমাদের সময়/এআই