সাভারে হাঁসের খামারের আড়ালে মদের কারখানা
সাভারে হাঁসের খামারের আড়ালে গড়ে উঠেছিল চোলাই মদের কারখানা। কারখানা থেকে ৫'শ লিটার বাংলা মদ জব্দের পাশাপাশি আটক করা হয় এক যুবককে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) গভীর রাতে ওই কারখানায় অভিযান চালিয়েছে র্যাব।
জানা গেছে, রাত ২টার দিকে সাভার পৌরসভার ধরেন্ডা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন র্যাব-৪ সিপিসি-২ এর স্কোয়াডন লিডার মো. নাজমুল । এসময় কিছু আলামত রেখে জব্দকৃত বাংলা মদের বেশিরভাগই ঘটনাস্থলে ধ্বংস করে দেওয়া হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে সাভার পৌরসভার ধরেন্ডা এলাকার পল কোড়াইয়ার হাঁসের খামারে অভিযান চালানো হয়। সেখানে প্লাস্টিকের ড্রামে থাকা ৫'শ লিটার বাংলা মদ জব্দ করা হয়। এসময় ঘটনাস্থল থেকে নিথিন এ্যান্থনি কোড়াইয়া নামে এক যুবককে আটক করা হয়। আটককৃত যুবক প্রাথমিকভাবে মদ তৈরির কথা স্বীকার করেছেন। রাতেই তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
এদিকে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে র্যাব।
আমাদের সময়/আরআর