রাকিবের গোলে টিকে রইল আশা

ক্রীড়া প্রতিবেদক
১৫ অক্টোবর ২০২৫, ০৮:০৫
শেয়ার :
রাকিবের গোলে টিকে রইল আশা

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ১০ জনের হংকংকে রুখে দিয়েছে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার কাইতাক পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১-১ গোলে ড্র করেছেন লাল-সবুজরা।

ম্যাচের ৭৩ মিনিটে হংকং ১০ জনের দলে পরিণত হয়। মিডফিল্ডের মাঝামাঝি জায়গায় বাংলাদেশের শমিতকে সাইডলাইনের পাশে ফাউল করেন। জাপানিজ রেফারি দ্বিতীয় হলুদকার্ড দেখিয়ে মাঠ ছাড়া করেন অলিভার বেঞ্জামিনকে।

১০ জনের হংকংকে পেয়ে চেপে ধরে বাংলাদেশ। তাতে গোলও আদায় করে নিয়েছে। ম্যাচের ৮৩ মিনিটে বদলি ফুটবলার ফাহিম বাম প্রান্ত থেকে ক্রস করেন। ফাহমিদুল সুন্দরভাবে হেডে বল নামিয়ে রাকিবকে দেন। রাকিব সুন্দরভাবে প্লেসিংয়ে গোল করেন।

এর আগে হংকংয়ের ৫০ হাজার দর্শকের সামনে ভালোই শুরু করেছিলেন হামজারা। স্বাগতিকদের আক্রমণ সামাল দিয়ে যাচ্ছিলেন বাংলাদেশের ডিফেন্ডাররা। নির্ভরযোগ্য ডিফেন্ডার তারিক কাজী হংকং ফরোয়ার্ড ফার্নান্দোকে পেছন থেকে ফাউল করে বসেন। জাপানিজ রেফারি পেনাল্টির বাঁশির সঙ্গে হলুদকার্ড দেখান। পেনাল্টি থেকে ম্যাথিউ গোল করতে ভুল করেননি।

তারিক কাজী একেবারে নিষ্প্রয়োজনেই ফাউল করেছেন। স্বাভাবিকভাবে ট্যাকল করার সুযোগ ছিল সেটি না করে উল্টো তিনি ভুল পথে হাঁটলেন। নিজের ভুল স্বীকার করে দুই হাত জোড় করে দুঃখ প্রকাশ করেন। তিনি যে ভুল করেছেন, সেটির খেসারত বাংলাদেশ দিয়েছে।

হামজা আজও সারা মাঠ দৌড়ে খেলেছেন। হংকংয়ের অনেক আক্রমণ দূর থেকে উড়ে এসে ট্যাকল করেছেন। আবার খুব দ্রুত উঠে আক্রমণে সহায়তা করছেন। প্রথমার্ধের ইনজুরি সময়ে হামজার বাড়ানো এক বল বাংলাদেশের গোলের সুযোগ তৈরি করেছিল। সেটি ঠিকমতো ফিনিশ করতে না পারায় পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ হয় বাংলাদেশের।

আজ একাদশে সুযোগ পাওয়া জায়ান আহমেদ বেশি মনোযোগী ছিলেন। প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে বলদখলের লড়াইয়ে একবার ফাউল করায় রেফারির হলুদকার্ড দেখেছেন। শেষে ১-১ গোলে ড্র করে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

এই ড্রয়ে বাংলাদেশের ২ পয়েন্ট। হংকংয়ের ৮, সিঙ্গাপুরের ৬ পয়েন্ট ও ভারতের ২। বাংলাদেশের হতে আর মাত্র দুই ম্যাচ। ১৮ নভেম্বর হোমে ভারত এবং আগামী বছর ৩১ মার্চ সিঙ্গাপুরে অ্যাওয়ে ম্যাচ।

আগের ম্যাচে তপু বর্মণ ইনজুরির জন্য দ্বিতীয়ার্ধে খেলেছিলেন। গতকাল তপু তার জায়গা ফিরে পান পাশাপাশি অধিনায়কের আর্মব্যান্ডও। তপু আসার পরও জুনিয়র তপুকেও (শাকিল আহাদ) রাখেন একাদশে কোচ হ্যাভিয়ের। তারিক কাজীও আছেন একাদশে।

গত ম্যাচে একাদশে খেলা মো. সোহেল রানা ও ফয়সাল আহমেদ ফাহিম কাল ছিলেন না। শমিত সোম স্বাভাবিকভাবে আজ শুরু থেকেই খেলেছেন। মিডফিল্ডের চালিকাশক্তি স্বাভাবিকভাবেই হামজা চৌধুরীর ওপর। গত ম্যাচের মতো এই ম্যাচেও আক্রমণভাগের দায়িত্বে রাকিব ও মোরসালিন।

আরও পড়ুন:

বিপাকে আলভেস

বাংলাদেশ একাদশ

মিতুল মারমা (গোলরক্ষক), জায়ান আহমেদ, তারিক কাজী, শাকিল আহাদ তপু, তপু বর্মণ, সাদউদ্দিন, হামজা চৌধুরী, শমিত সোম, সোহেল রানা, মোরসালিন ও রাকিব হোসেন।