বিএনপি নারী শিক্ষা ও ক্ষমতায়নে বিশ্বাসী: প্রিন্স
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘জনগণের রায়ে সরকার গঠন করে বিএনপি গ্রাম ও শহরের প্রতিটি মেয়ের নিরাপত্তা-মর্যাদা প্রতিষ্ঠা করবে। বিএনপি নারী শিক্ষা ও ক্ষমতায়নে বিশ্বাসী।’
তিনি বলেন, ‘উজ্বল ভবিষ্যৎ গড়তে দক্ষতা অর্জনের জন্য মেয়েদের শক্তিশালী একাডেমিক ও কারিগরি শিক্ষার সুযোগ সৃষ্টি করবে বিএনপির আগামী সরকার। পাশাপাশি তাদের মধ্যে নীতি-নৈতিকতা ও মানবিকতা জাগ্রত এবং ধর্ম, সংস্কৃতি ও ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধ করে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা হবে।’
আজ মঙ্গলবার ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সদরে আদর্শ মহিলা কলেজ পরিদর্শনকালে ছাত্রীদের চাহিদা অনুযায়ী নিজস্ব অর্থায়নে ‘বিশুদ্ধ পানির ইলেক্ট্রিক্যাল ফিল্টার মেশিন স্থাপন’ করেন প্রিন্স। এসময় মহিলা কলেজ মিলনায়তনে উপস্থিত ছাত্রীদের সাথে আলোচনা সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আমলে শিক্ষা এবং ক্ষমতায়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ উল্লেখ করেন প্রিন্স।
আলেম ওলামাদের ধানের শীষের পক্ষে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি ইসলামী মূল্যবোধ ও ইসলামী রীতি-নীতি, সংস্কৃতিকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করবে। বিএনপি কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবে না, কাউকে করতেও দেবে না। বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না। কিন্তু ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতি রক্ষা এবং পূর্ণ স্বাধীনতায় বিশ্বাস করে।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ‘বিএনপির নারী নীতির কারণেই আজকের নারীর যত অগ্রগতি। এজন্য নারীরাও যখনই সুযোগ পেয়েছে, তখনই ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছে। ভবিষ্যতেও বিএনপি বাস্তবভিত্তিক নারী উন্নয়নে অবদান রাখবে।’
তিনি বলেন, ‘নারীর অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে তাদেরকে চাকরি, ব্যবসা-বাণিজ্যে উদ্বুদ্ধ করতে নারী উদ্যোক্তাদের জন্য এসএমই ঋণ, ব্যবসায়িক প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা প্রদান সম্প্রসারিত করবে।’
বিএনপি বাস্তবমুখী পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ‘বিএনপি বিশ্বাস করে নিরাপদ জাতি গঠন করতে হলে নীতিনির্ধারণে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি তথা রাজনীতি, প্রশাসন, নীতি প্রণয়নে নারীদের আসন নিশ্চিত থাকতে হবে। সেই লক্ষ্যে বিএনপি বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করবে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান মনিক, যুগ্ম আহ্বায়ক ফরহাদ রাব্বানী সুমনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।