মাহির সংসার কি আবার জোড়া লাগল?
ভালোবেসে ২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব হাসান সরকারকে বিয়ে করেছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। বনিবনা না হওয়ায় বছর দেড় আগে তাদের বিচ্ছেদ হয়। সেই সংসারে ফারিশ নামে তাদের একটি পুত্রসন্তানও রয়েছে।
বিচ্ছেদ ঘোষণার পর থেকে তাদেরকে একসঙ্গে কোথাও দেখা যায়নি। মাহি ব্যস্ত আছেন নিজের কাজে আর রাকিবও ছিলেন নিজের মতো করে। বর্তমানে মাহি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন আর রাকিব কোথায় আছেন- সেটা অনেকেরই অজানা ছিল। কিন্তু হঠাৎই দেখা মিলল তাদের, তাও আবার দুজনের ফেসবুকে।
মাহি তার ফেসবুকে সাবেক স্বামী রাকিব সরকার ও ছেলে ফারিশকে নিয়ে দুটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লিখেছেন, ‘মাশআল্লাহ’। সঙ্গে দিয়েছেন ভালোবাসার ইমোজিও।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
একই ছবি পোস্ট করেছেন রাকিব সরকারও। ভালোবাসার ইমোজি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘সোয়াইব, সাইয়ারা, ফারিশ ও আমরা এক ফ্রেমে।’ সঙ্গে সময় উল্লেখ করেছেন ২৬ মার্চ ২০২৫ সাল।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
এরপরই নেটিজেনদের মনে নতুন করে প্রশ্ন উঠছে তাহলে কি আবার এক হয়েছেন মাহি ও রাকিব? ভক্তরা তাদের ফেসবুক পোস্টে মন্তব্য করে যাচ্ছেন। কিন্তু নিশ্চুপ আছেন মাহি-রাকিব দু’জনেই। অনেকেই আবার শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, সব আগের মতো হোক। আল্লাহ আপনাদের সুখে রাখুন।
মাহি ও রাকিবের কাছাকাছি সময়ে ছবি পোস্ট করা নিয়ে তৈরি হয়েছে রহস্য। এখন অপেক্ষার পালা শেষটা দেখার।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’
আমাদের সময়/ এসএ