শিক্ষকদের সচিবালয় অভিমুখে যাত্রায় পুলিশের বাধা

অনলাইন ডেস্ক
১৪ অক্টোবর ২০২৫, ১৭:০৬
শেয়ার :
শিক্ষকদের সচিবালয় অভিমুখে যাত্রায় পুলিশের বাধা

প্রজ্ঞাপন জারি না হওয়ায় তিন দফা দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শেষে সচিবালয় অভিমুখে লংমার্চ শুরু করছেন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল চারটার পর লংমার্চ শুরু হয়। তবে শিক্ষা ভবনের সামনে গেলে পুলিশ তাদের বাধা দেয়।

এরআগে দুপুর ১২টায় তাদের এই লংমার্চ কর্মসূচি শুরু করার কথা ছিল। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর অনুরোধে বিকাল চারটা পর্যন্ত সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি পেছান শিক্ষক–কর্মচারীরা।

‎এর আগে বেলা সাড়ে ১১টা দিকে রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম শহীদ মিনারে এসে শিক্ষকদের সঙ্গে কথা বলে আজকের মধ্যে তাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারির আশ্বাসের জন্য সর্বোচ্চ কাজ করছেন বলে জানান।

এরপর দুপুর ১২টায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আন্দোলনের নেতা অধ্যক্ষ আজিজীকে ফোন করে ‘মার্চ টু সচিবালয়’ না করতে অনুরোধ জানান।

এছাড়া সোমবার (১৩ অক্টোবর) জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলামসহ ইসলামী তিন দল ও ইনকিলাব মঞ্চ এসে শিক্ষকদের সঙ্গে একমত পোষণ করে তাদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

তবে মঙ্গলবার দুপুর গড়িয়ে গেলেও কোন সিদ্ধান্ত না আসায় আন্দোলনরত শিক্ষকরা ক্ষোভ জানান। বলেন, ‘‘বিকেল ৪টার মধ্যে কোনো সিদ্ধান্ত না এলে ৪টার পর ‘মার্চ টু সচিবালয়’সহ কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”হবে।”