সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জনের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৫, ১৭:০৫
শেয়ার :
সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জনের মৃত্যু

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ চার জন নিহত হয়েছেন। গতকাল সোমবার দিনগত রাতে জেলার বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রায়গঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক আবুল কালাম বিশ্বাস, শাহজাদপুর উপজেলার চর নবীপুর গ্রামের নুর নবী হোসেন (৫৫) এবং সদর উপজেলার বহুতি গ্রামের হান্নান খান (৩৫) ও তার ৩ বছর বয়সী মেয়ে হাফসা খাতুন।

রায়গঞ্জ প্রেস ক্লাবের সদস্য খোরশেদ আলম বলেন, ‘আবুল কালাম বিশ্বাস বগুড়ায় জামায়াত ইসলামীর শিক্ষা শিবির কর্মসূচি শেষে ওই রাতে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন। পথে বগুড়া-সিরাজগঞ্জ মহাসড়কের শেরপুর উপজেলার সোনকা এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে উদ্ধার করে বগুড়ায় শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে গভীর রাতে তার মৃত্যু হয়।’

নিহত আবুল কালাম বিশ্বাস রায়গঞ্জ মহিলা মাদ্রাসার শিক্ষক এবং সোনার বাংলা নামের একটি সাপ্তাহিক পত্রিকার প্রতিনিধি ছিলেন।

অপরদিকে শাহজাদপুর উপজেলার চরনবীপুর গ্রামের নুরনবী অজ্ঞাত এক একব্যক্তি রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় মারা যান বলে জানা গেছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ‘হান্নান খান তার স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে মোটরসাইকেলযোগে উল্লাপাড়া উপজেলার সলঙ্গার সাতটিকরী এলাকায় যাচ্ছিলেন। পথে সলঙ্গা এলাকায় পৌঁছলে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশু হাফসার মৃত্যু হয়।’

ওসি আরও বলেন, ‘পরবর্তীদে আহত অবস্থায় হান্নান, তার স্ত্রী বৃষ্টি খাতুন ও ছেলে হামজাকে উদ্ধারের পর সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গভীর রাতে আব্দুল হান্নানের মৃত্যু হয়।’

এফএম