আসছে ‘গিরগিটি’
মানুষ তার রঙ বদলায়, যেমনটা গিরগিটির মতো! ভালো মানুষের আড়ালে লুকিয়ে থাকে ভয়ংকর এক মুখ। অপরাধ, দুর্নীতি ও বিশ্বাসঘাতকতা- এমনই এক অন্ধকার জগৎ নিয়ে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘গিরগিটি’। এটি নির্মাণ করেছেন লস্কর নিয়াজ মাহমুদ। সিরিজে গোয়েন্দা কর্মকর্তা মারুফ চৌধুরীর চরিত্রে দেখা যাবে অভিনেতা ইরফান সাজ্জাদকে।
থ্রিলারটির গল্প শুরু হয় এক নির্জন মহাসড়কে একটি নৃশংস হত্যাকাণ্ড দিয়ে, যা পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে দেয়। এই হত্যাকাণ্ডের তদন্তে নামেন ডিটেকটিভ মারুফ চৌধুরী। তদন্তে তিনি এক ভয়ংকর কর্পোরেট মাদক চক্রের সন্ধান পেলেও, ভেতরের বিশ্বাসঘাতকতা আর ক্ষমতার খেলায় একসময় নিজেই জড়িয়ে পড়েন এক বিপজ্জনক জালে। কে শিকার আর কে শিকারি- সেই রহস্যের জট খুলতেই এগোবে গল্প।
লস্কর নিয়াজ মাহমুদ বলেন, ‘আমরা কোনো অতিমানবীয় গোয়েন্দা নয়, বরং আমাদের আশপাশের চরিত্রদের নিয়ে একটি মানবিক গল্প বলতে চেয়েছি। আশা করি, দর্শকরা আমাদের সততা ও যত্নের এই চেষ্টাটুকু উপভোগ করবেন।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এই সিরিজে ইরফান সাজ্জাদ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোহনা মিম, নাদের চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, মিলন ভট্টাচার্যসহ আরও অনেকে। আর আগামী ১৬ অক্টোবর বঙ্গতে উন্মুক্ত হবে ‘গিরগিটি’ সিরিজটি।
বঙ্গর পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা সবসময় দর্শকদের জন্য নতুন ও মানসম্মত কনটেন্ট উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। গিরগিটি সেই প্রচেষ্টারই একটি অংশ। এর শক্তিশালী গল্প, অসাধারণ নির্মাণশৈলী এবং তারকা শিল্পীদের অনবদ্য অভিনয় দর্শকদের মন জয় করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
আমাদের সময়/ এসএ