টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে বিশ্বরেকর্ড ভারতের

স্পোর্টস ডেস্ক
১৪ অক্টোবর ২০২৫, ১৪:১৬
শেয়ার :
টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে বিশ্বরেকর্ড ভারতের

দিল্লি টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে ২-০ তে সিরিজ জিতলো ভারত। সেই সঙ্গে টেস্ট অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো সিরিজ জয় করলেন শুভমান গিল।

১ উইকেটে ৬৩ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে ভারত। জয়ের জন্য তখন দরকার ছিল আরও ৫৮ রান। তবে এই ৫৮ রান তোলার পথেই আরও ২ উইকেট হারায় ভারত। রস্টন চেইজের জোড়া শিকারে পরিণত হন ৩৯ রান করা সাই সুদর্শন ও ১৩ রান করা শুভমান গিল।

শেষ দিকে কে. এল. রাহুলের অপরাজিত ৫৮ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটের জয় পায় ভারত।

এর আগে, নিজেদের প্রথম ইনিংসে ফলোঅনে পড়ার পর দ্বিতীয় ইনিংসে ৩৯০ রান করেছিল উইন্ডিজ।

এই জয়ের ফলে কোনো একটি নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে টানা সবচেয়ে বেশি টেস্ট সিরিজ জয়ের বিশ্বরেকর্ড স্পর্শ করলো ভারত।

২০০২ সালে শেষবার ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর, এই নিয়ে টানা ১০টি টেস্ট সিরিজ জিতলো ভারতীয় দল।

এর আগে কেবল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ১৯৯৮ থেকে ২০২৪ সালের মধ্যে টানা ১০টি সিরিজ জিতে এই রেকর্ড গড়েছিল দক্ষিণ আফ্রিকা।

আমাদের সময়/এআই