আবার এক সিনেমায় তারা
দেশের নন্দিত দুই অভিনেতা মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। একসঙ্গে তারা বহু কাজ করেছেন টিভি নাটকে। দেখা গেছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’ সিনেমাতেও। তাও বেশ কয়েক বছর আগের কথা। এরপর থেকে জনপ্রিয় এই দুই তারকাকে আর একসঙ্গে দেখা যায়নি। অবশেষে মোশাররফ ও চঞ্চল ভক্তদের জন্য আসছে সুখবর।
দীর্ঘ সময় পর আবারও সিনেমায় দেখা যাবে মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীকে। তাও আবার প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গল্পে। জনপ্রিয় উপন্যাস ‘কিছুক্ষণ’ নিয়ে নির্মাতা তানিম নূর তৈরি করছেন সিনেমা। যেখানে দেখা যাবে এই দুই তারকা শিল্পীকে।
তবে সিনেমাটির বিষয়ে নিশ্চুপ আছেন নির্মাতা। বললেন, ‘কেবল পরিকল্পনা চলছে নতুন সিনেমা নিয়ে।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
ঘনিষ্ট সূত্রে জানা গেছে, হুমায়ূন আহমেদের গল্প ‘কিছুক্ষণ’ থেকে একই নামে সিনেমাটি নির্মিত হবে। লেখকের দুই পরিবার থেকেই গল্পটি নিয়ে কাজ করার গ্রিন সিগন্যাল পেয়েছেন নির্মাতা। আসছে ডিসেম্বরে শুরু হবে এর শুটিং। আর সিনেমাটি মুক্তি পাবে আসছে রোজা ঈদে।
জানা গেছে, তানিম নূরর প্রখম সিনেমা ‘উৎসব’র মতো নতুন এই সিনেমাতেও থাকছে তারকাদের মেলা। এতে মোশাররফ ও চঞ্চল ছাড়াও দেখা যাবে সাবিলা নূর, শরীফুল রাজসহ একঝাঁক তারকাকে। এতে চিত্রা চরিত্রে সাবিলাকে দেখা যাবে বলেও জানা গেছে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
আমাদের সময়/এসএ